ডিস্ক অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত নাম ডস । ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, যা আশির দশকে পারসোনাল কমপিউটারে ব্যাপক ভাবে ব্যবহৃত হতো। ডসের অনেক ভার্শন চালু ছিল যার মধ্যে সবচয়ে সফলতা পায় বিল গেটসের মাইক্রোসফটের ডস তাই ডস বলতে এমএস ডসকেই বুঝানো হয়। এর আগে একই কোম্পানীর এম-ডস চালু ছিল ১৯৭৯ সাল থেকে। এমএস ডস লেখা হয় ইন্টেল ৮০৮৬ প্রসেসরের আইবিএম কমপ্যাটিবল কমপিউটারের জন্য। এসএস ডস এক সময় ছিল কিউ-ডস QDOS বলে পরিচিত ছিল- যার অর্থ (Quick and Dirty Operating System) । নব্বই-য়ের দশকে ইহা চিত্রভিত্তিক উইন্ডোজের জন্য পথ ছেড়ে দেয়।
এমএস-ডস প্রস্তুত শুরু হয় ১৯৮১ সালে এবং ১৯৮২ সালে এমএস-ডস ১.০ রিলিজ করা হয়। সেই থেকে ২০০০ সাল পর্য্যন্ত এর আটটি ভার্শন রিলিজ করা হয়। যখন এমএস-ডস পিসি ক্লোন কমপিউটারে ব্যবহার হচ্ছিল তখন আইবিএম কমপিউটারে পিসি-ডস নামে এর ব্রান্ড ব্যবহার শুরু হয়। এই সময় ডস ৬৪০ কিলোবাইট মেমোরী সাপোর্ট করতে পারতো।
বর্তমানে পিসিতে ডস খুব সামান্যই ব্যবহৃত হয়। উইন্ডোজ ৯৫ রিলিজ হবার সময় ডসকে ইহার সাথে সমন্বিত করে দেওয়া হয়। ইহা বুটস্ট্রাপিং এবং ট্রাবলসুটিংয়ের সময় কাজে লাগতো। উইন্ডাজ এপিআই উদ্ভাবনের ফলে ইহার আর কোন রুপ ব্যবহার নাই। উইন্ডোজ মিলেনিয়াম এডিশনের পরে ইহা আর উইন্ডোজের আর কোন অংশ নয়। উইন্ডোজ এক্সপি-তে ডসের একটি কপি রাখা আছে, যা সরাসরি পাবেন না। এটি পেতে আপনাকে "MS-DOS startup disk" নামে একটি ফ্লপি ডিস্ককে ফরম্যাট করতে হবে। উইন্ডোজ ভিসতাতে ষ্টার্টআপ ডিস্কে এমএস ডসের ভার্শনের কপি পাবেন যার তারিখ ১৮ এপ্রিল ২০০৫।
ডস কমান্ড জানা কতটুকু জরুরী ?
প্রশ্ন উঠতে পারে বর্তমানে উইন্ডোজের যুগে ডস কমান্ড জানা আদৌ প্রয়োজন কিনা। সাধারন ভাবে যদি বলি তা হলে বলতে হয় না জানলেও চলে , তবে জেনে রাখলে বিশেষ সময়ে তা কাজে লাগবে। যেমন নতুন হার্ডডিস্ক পার্টিশন ও ফরম্যাট করা এবং উইন্ডোজ ইনষ্টলেশনের সময় এই কমান্ড দেওয়া অপরিহার্য্য। আপনি যদি কমপিউটারে বেশী সময় কাটান তবে প্রায়ই আপনার কমপিউটারে এমন অনেক সমস্যা দেখা দিবে যে আপনার হার্ডডিস্ক পুনরায় ফরম্যাট ছাড়া আর গত্যন্তর নাই। আপনার যদি ডস কমান্ড জানা না থাকে তবে মেকারের কাছে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। এত যেমন সময়ের অপচয় হবে তেমনি টাকাও গচ্ছা যাবে। এছাড়া কমপিউটারকে জঞ্জাল মুক্ত রাখতে এমন অনেক কমান্ড আছে যা আপনাকে দারুনভাবে সাহায্য করবে। নিটে কতকগুলি প্রয়োজনীয় ডস কমান্ড ও তার ব্যবহার দেখানো হলো -
DOS Commands
ATTRIB Displays or changes file attributes. ফাইলের এট্রিবিইট দেখা যাবে,
CD Displays the name of or changes the current directory. কারেন্ট ডিরেক্টরীর নাম দেখা যাবে অথবা ডিরেক্টরী পরিবর্তন করা হবে।
CHKDSK Checks a disk and displays a status report. হার্ডডিস্ক চেক করে এর অবস্থা সম্পর্কে রিপোর্ট দেখাবে।
CLS Clears the screen. স্ক্রীন ক্লিয়ার করবে।
COPY Copies one or more files to another location. এক বা একাধীক ফাইল অন্যত্র কপি করবে
DATE Displays or sets the date. বর্তমান তারিখ দেখাবে
DEL Deletes one or more files. এক বা একাধীক ফাইল মুছে ফেলবে।
DIR Displays a list of files and subdirectories in a directory. একটি ডিরেক্টরীর ফাইল এবং ফোল্ডারের লিষ্ট দেখাবে।
DISKCOPY Copies the contents of one floppy disk to another. এক ফ্লপি ডিস্কের পুরা কনটেন্ট অন্য ডিক্সে কপি করবে।
ERASE Deletes one or more files. এক বা একাধীক ফাইল মুছে ফেলবে
FDISK Command for Hard Disk partition হার্ডডিস্ক পার্টিশন করার জন্য কমান্ড
FORMAT Formats a disk for use with Windows. উইন্ডোজের ব্যবহার উপযোগী করার জন্য হার্ডডিস্ক ফরম্যাট করবে।
MD Creates a directory. একটি নতুন ডিরেক্টরী তৈরী করবে।
PRINT Prints a text file. একটি টেক্সট ফাইলকে কপি করবে
RD Removes a directory. একটি ডিরেক্টরী মুছে ফেলবে।
REN Renames a file or files. এক বা একাধীক ফাইলের নতুন নাম হবে।
TIME Displays or sets the system time. বর্তমান সময় প্রদর্শন করবে।
TYPE Displays the contents of a text file. কোন টেকস্ট ফাইলের বিষয়বস্তু দেখাবে।
VER Displays the Windows version. উইন্ডোজের চলমান ভার্শন দেখাবে।
DOS PROMPT : উইন্ডোজ ৯৫, ৯৮ -এ ডস প্রম্পট নামে যে এপ্লিকেশন আছে তা অপেন করে আপনি ডস কমান্ড প্রাকটিস করতে পারেন্। নিচে সি ডিরেক্টরীতে Ver কমান্ডের মাধ্যমে ডস ভার্শন দেখা যাচ্ছে এবং Dir কমান্ডের মাধ্যমে সি রুটের অধীনে যে সব ডিরেক্টরী ও ফাইল আছে তা দেখা যাচ্ছে। এখানে একটি ডিরেক্টরী ও ৬ টি ফাইল আছে। উল্লেখ্য ইহাতে সর্বোচ্চ আট ক্যরেক্টারর চেয়ে বড় ফাইলের নাম লেখা যায় না।
নিচে কতকগুলি প্রয়োজনীয় ডস কমান্ড ও তার ব্যবহার দেখানো হলো -
• C:\>FDISK = হার্ড ডিস্ককে পার্টিশন করার কমান্ড। পার্টিশন করার জন্য নিম্নলিখিত অপশন গুলি দেখা যাবে ।
1. Create DOS partition or Logical DOS Drive
2. Set active partition
3. Delete partition or Logical DOS Drive
4. Display partition information
5. Change current fixed disk drive
• C:\>FDISK/MBR D: = ডি ড্রাইভে বুট রেকর্ড ইনষ্টল করবে
• D:\>FORMAT C: = সি ড্রাইভকে ফরম্যাট করার আদেশ
• D:\>FORMAT C:/S= সি ড্রাইভকে ফরম্যাট করে সিস্টেম ফাইল ইনষ্টল করবে
• D:\>FORMAT C:/Q/S = সি ড্রাইভকে কুইক ফরম্যাট করে সিস্টেম ফাইল ইনষ্টল করবে
• C:\>MD pcbangla = Pcbangla নামে C: ড্রাইভে একটি ডিরেক্টরী তৈরী করবে
• C:\>REN pcbangla.txt mybangla.txt = pcbangla.txt নামের ফাইলকে mybangla.txt নামকরন করবে।
• D:\>DEL pcbangla.txt = pcbangla.txt নামক ফাইল ডিলিট করবে
• E:\>Deltree MyFile = MyFile নামক ফোল্ডার মুছে ফেলবে
• C:\>CD F: = F ড্রাইভে পরিবর্তন হবে
• C:\>MyFile>CD = MyFile ফোল্ডার থেকে সি ড্রাইভে পরিবর্তন হবে
• C:\>DIR = C: ড্রাইভে সব ফাইল ও ডিরেক্টরী খাড়াভাবে শো করবে
• C:\>DIR/W = C ড্রাইভে সব ফাইল ও ডিরেক্টরী পাশাপাশি শো করবে
• C:\>Cls = স্ক্রীন পরিস্কার করে কারসর প্রথম লাইনে যাবে।
ষ্টার্টআপ বা বুট ডিস্ক Startup disk
ইহা একটি ফ্লপি ডিস্ক যা আপনার কমপিউটারকে বুট আপ করতে সাহায্য করবে, যখন কোন কারনে হার্ড ডিস্ক কাজ না করে । হতে পারে তা উইন্ডোজের সিস্টেম ফাইল করাপ্ট হবার কারনে বা ভাইরাস আক্রমনের কারনে অথবা হার্ড ডিস্ক ক্রাশ করার কারনে। এই মুহুর্তে এই ডিস্কের সাহায্যে কমপিউটার বুট করে কমপিউটারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, তাই এর অপর নাম ইমারজেন্সি বুট ডিস্ক। এই ডিস্কের মধ্যে প্রয়োজনীয় তথ্য থাকে যার মাধ্যমে মেশিন বুট করা সম্ভব হয়। এছাড়া নতুন হার্ডডিস্ক ফরম্যাট ও পার্টিশন করতে এই ডিস্কের বিকল্প নাই।
আসলে ষ্টার্টআপ ডিস্ক ডস কমান্ড ভিত্তিক একটি ছোট অপারেটিং সিস্টেম, যা একটি ১.৪৪ মেগাবাইটের ফ্লপি ডিস্কের মধ্যে ধরে থাকে। সাধারনত: উইন্ডোজের পুর্বের কয়েকটি ভার্শনের সাথে (উইন্ডোজ ৯৫, ৯৮, এমই) ইহা বিল্ট ইন অবস্থায় থাকতো এবং অপারেটিং সিস্টেম ইনষ্টল করার সময় এই ডিস্ক তৈরী করার সুযোগ দিত। আপনি যদি এই ভার্শনগুলি ইনষ্টল করতে চান আর আপনার কাছে বুটেবল সিডি না থাকে তবে এর স্মরনাপন্ন না হয়ে উপায় নাই। কিন্তু উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী ভার্শনে এর উপর নির্ভরতা রাখা হয় নাই; তাই ইনষ্টল করার সময় আর এই ডিস্ক লাগবে না।
ষ্টার্টআপ ডিস্ক তৈরী করার উপায় –
ডস থেকে System File তৈরী করা - কোন চালু কম্পিউটার থেকে System disk তৈরী করার জন্য ফ্লপি ড্রাইভে একটি ডিস্ক ঢুকিয়ে দিন এবং কম্পিউটার রিষ্টার্ট করুন। স্ক্রীনে কার্সর দেখা মাত্র F8 বোতাম চাপুন । কিছু পরে ৬ টি অপশন বিশিষ্ট একটি মেনু দেখা যাবে।
Microsoft Windows 98 Startup Menu
1. Normal
2. Logged (Bootlog.txt)
3. Safe Mode
4. Step by step configuration
5. Command Prompt Only
6. Safe mode command prompt only
Enter a Choice 1
ডাউন এরো কি চেপে Safe mode সিলেক্ট করুন এবং ইন্টার চাপুন অথবা <5> বোতাম চাপুন। একটু পরে ডস মোডে C:\> প্রস্পট দেখা যাবে। C:\> প্রস্পটে CD DOS লিখে ইন্টার চাপুন এবং পরে C:\>Dos/Format A:/S লিখে ইন্টার চাপুন। অথবা শুধু C:/> Sys A: লিখুন। একটি মেসেজ দেখা যাবে , এখন চাপুন তা হলেই ফ্লপি ড্রাইভে System file কপি হতে থাকবে এবং C:\> প্রম্পটে ফিরে আসবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এ ষ্টার্টআপ ডিস্ক তৈরীর পদ্ধতি ভিন্ন। আমরা এখানে উইন্ডোজ ৯৮/এমই ও এক্সপি –তে ষ্টার্টআপ ডিস্ক তৈরী করার উপায় বর্ণনা করব।
ধাপ ১ – Start মেনু থেকে Settings তারপর Control Panel ক্লিক করুন।
খাপ ২ – Control Panel উইন্ডো থেকে Add/Remove programs আইকোনে ডাবল ক্লিক করুন।
ধাপ ৩- Add/Remove programs ডায়ালগ বক্স থেকে Startup Disk ট্যাবে ক্লিক করুন।
ধাপ ৪- Create Disk আইকোনে ক্লিক করুন।
ধাপ ৫ – এখন আপনি একটি ফরম্যাটেড ফ্লপি ডিস্ক ড্রাইভে ঢুকিয়ে দিন এবং ফ্লপি ডিস্ক ওভাররাইট হবার জন্য যে সতর্ক ডায়ালগ বক্স আসবে তার OK বাটনে ক্লিক করুন।
ধাপ ৬- অল্প সময়ের মধ্যে ডিস্ক রাইটিং শেষ হলে ডিস্কটি ফ্লপি ড্রাইভ থেকে বের করে নিন এরং রাইট প্রটেক্ট করে সাবধানে রাখুন।
উইন্ডোজ এক্সপি-তে ষ্টার্টআপ ডিস্ক তৈরী করতে নিম্ন বর্ণনা অনুসরন করুন। প্রকাশ থাকে যে উইন্ডোজ এক্সপি বুটেবল সিডিতে থাকে বলে ইনষ্টলের সময় ষ্টার্টআপ ডিস্ক-এর প্রয়োজন পড়েনা। এই সিডির মাধ্যমেই আপনি উইন্ডোজ ইনষ্টল/রিইনষ্টল করতে পারবেন এবং ট্রাবলসুটিং করতে পারবেন।
প্রথম ধাপ – প্রথমে একটি ফরম্যাটেড ফ্লপি ডিস্ক ড্রাইভে রাখুন।
দ্বিতীয় ধাপ – My Computer অপেন করুন। আপনার কমপিউটারের সব ড্রাইভ দেখা যাবে। এর মধ্যে A: ড্রাইভে রাইট ক্লিক করে Format অপশনে ক্লিক করুন।
তৃত্বীয় ধাপ – Format উইন্ডো থেকে Create an MS-DOS startup disk অপশন চেক করুন।
চতুর্থ ধাপ –শেষে Start বাটনে ক্লিক করুন।
কিভাবে ষ্টার্টআপ ডিস্ক ব্যবহার করবেন –
ধাপ ১- ডিস্কটি রাইট প্রটেক্টেড মোডে ফ্লপি ডিস্ক ড্রাইভে প্লেস করুন।
ধাপ ২- কমপিউটার ষ্টার্ট অথবা রিষ্টার্ট করার জন্য প্রয়োজনীয় বাটন চাপুন।
ধাপ ৩ – কমপিউটার বুটিং শুরু হলে Del বাটন চাপুন। আপনি বায়োসে ঢুকে Booting disk Priority অপশন থেকে Floppy disk অপশন সিলেক্ট করুন এবং Exit মেনু থেকে Save and Exit অপশন সিলেক্ট করে বায়োস থেকে বেরিয়ে আসুন।
ধাপ ৪- আপনার কমপিউটার ফ্লপি ডিস্ক থেকে বুট করবে এবং A:\> প্রম্পট প্রদর্শন করবে। এখন আপনি ডস কমান্ড ব্যবহার করে প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে পারবেন।
বুট ডিস্কে কি কি ফাইল বা কমান্ড থাকে ?
এই ডিস্কে যে সমস্ত ফাইল থাকে তার সবই উইন্ডোজ ৯৫, ৯৮/এমই– ভার্শনে C:\WINDOWS\COMMAND\EBD ফোল্ডারের মধ্যে অবস্থান করে। Startup disk এ নিম্ন লিখিত ফাইল সমুহ থাকেঃ- Extract.exe, Fdisk.exe, Findramd.exe, Format.com, drvspace.bin, command.com, Autoexec.bat, Setramd.bat, Aspi2dos.sys, Aspi4dos.sys, Aspi8dos.sys, Aspi8u2.sys, Aspicd.sys, Btcdrom.sys, Config.sys, Ebd.sys, Flashpt.sys, Himem.sys, IO.sys, Msdos.sys, Oakcdrom.sys, Ramdrive.sys, Readme.exe, Mscdex.exe, Sys.com । এর মধ্যে IO.sys , Msdos.sys, command.com হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ফাইল ।
এমএস-ডস প্রস্তুত শুরু হয় ১৯৮১ সালে এবং ১৯৮২ সালে এমএস-ডস ১.০ রিলিজ করা হয়। সেই থেকে ২০০০ সাল পর্য্যন্ত এর আটটি ভার্শন রিলিজ করা হয়। যখন এমএস-ডস পিসি ক্লোন কমপিউটারে ব্যবহার হচ্ছিল তখন আইবিএম কমপিউটারে পিসি-ডস নামে এর ব্রান্ড ব্যবহার শুরু হয়। এই সময় ডস ৬৪০ কিলোবাইট মেমোরী সাপোর্ট করতে পারতো।
বর্তমানে পিসিতে ডস খুব সামান্যই ব্যবহৃত হয়। উইন্ডোজ ৯৫ রিলিজ হবার সময় ডসকে ইহার সাথে সমন্বিত করে দেওয়া হয়। ইহা বুটস্ট্রাপিং এবং ট্রাবলসুটিংয়ের সময় কাজে লাগতো। উইন্ডাজ এপিআই উদ্ভাবনের ফলে ইহার আর কোন রুপ ব্যবহার নাই। উইন্ডোজ মিলেনিয়াম এডিশনের পরে ইহা আর উইন্ডোজের আর কোন অংশ নয়। উইন্ডোজ এক্সপি-তে ডসের একটি কপি রাখা আছে, যা সরাসরি পাবেন না। এটি পেতে আপনাকে "MS-DOS startup disk" নামে একটি ফ্লপি ডিস্ককে ফরম্যাট করতে হবে। উইন্ডোজ ভিসতাতে ষ্টার্টআপ ডিস্কে এমএস ডসের ভার্শনের কপি পাবেন যার তারিখ ১৮ এপ্রিল ২০০৫।
ডস কমান্ড জানা কতটুকু জরুরী ?
প্রশ্ন উঠতে পারে বর্তমানে উইন্ডোজের যুগে ডস কমান্ড জানা আদৌ প্রয়োজন কিনা। সাধারন ভাবে যদি বলি তা হলে বলতে হয় না জানলেও চলে , তবে জেনে রাখলে বিশেষ সময়ে তা কাজে লাগবে। যেমন নতুন হার্ডডিস্ক পার্টিশন ও ফরম্যাট করা এবং উইন্ডোজ ইনষ্টলেশনের সময় এই কমান্ড দেওয়া অপরিহার্য্য। আপনি যদি কমপিউটারে বেশী সময় কাটান তবে প্রায়ই আপনার কমপিউটারে এমন অনেক সমস্যা দেখা দিবে যে আপনার হার্ডডিস্ক পুনরায় ফরম্যাট ছাড়া আর গত্যন্তর নাই। আপনার যদি ডস কমান্ড জানা না থাকে তবে মেকারের কাছে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। এত যেমন সময়ের অপচয় হবে তেমনি টাকাও গচ্ছা যাবে। এছাড়া কমপিউটারকে জঞ্জাল মুক্ত রাখতে এমন অনেক কমান্ড আছে যা আপনাকে দারুনভাবে সাহায্য করবে। নিটে কতকগুলি প্রয়োজনীয় ডস কমান্ড ও তার ব্যবহার দেখানো হলো -
DOS Commands
ATTRIB Displays or changes file attributes. ফাইলের এট্রিবিইট দেখা যাবে,
CD Displays the name of or changes the current directory. কারেন্ট ডিরেক্টরীর নাম দেখা যাবে অথবা ডিরেক্টরী পরিবর্তন করা হবে।
CHKDSK Checks a disk and displays a status report. হার্ডডিস্ক চেক করে এর অবস্থা সম্পর্কে রিপোর্ট দেখাবে।
CLS Clears the screen. স্ক্রীন ক্লিয়ার করবে।
COPY Copies one or more files to another location. এক বা একাধীক ফাইল অন্যত্র কপি করবে
DATE Displays or sets the date. বর্তমান তারিখ দেখাবে
DEL Deletes one or more files. এক বা একাধীক ফাইল মুছে ফেলবে।
DIR Displays a list of files and subdirectories in a directory. একটি ডিরেক্টরীর ফাইল এবং ফোল্ডারের লিষ্ট দেখাবে।
DISKCOPY Copies the contents of one floppy disk to another. এক ফ্লপি ডিস্কের পুরা কনটেন্ট অন্য ডিক্সে কপি করবে।
ERASE Deletes one or more files. এক বা একাধীক ফাইল মুছে ফেলবে
FDISK Command for Hard Disk partition হার্ডডিস্ক পার্টিশন করার জন্য কমান্ড
FORMAT Formats a disk for use with Windows. উইন্ডোজের ব্যবহার উপযোগী করার জন্য হার্ডডিস্ক ফরম্যাট করবে।
MD Creates a directory. একটি নতুন ডিরেক্টরী তৈরী করবে।
PRINT Prints a text file. একটি টেক্সট ফাইলকে কপি করবে
RD Removes a directory. একটি ডিরেক্টরী মুছে ফেলবে।
REN Renames a file or files. এক বা একাধীক ফাইলের নতুন নাম হবে।
TIME Displays or sets the system time. বর্তমান সময় প্রদর্শন করবে।
TYPE Displays the contents of a text file. কোন টেকস্ট ফাইলের বিষয়বস্তু দেখাবে।
VER Displays the Windows version. উইন্ডোজের চলমান ভার্শন দেখাবে।
DOS PROMPT : উইন্ডোজ ৯৫, ৯৮ -এ ডস প্রম্পট নামে যে এপ্লিকেশন আছে তা অপেন করে আপনি ডস কমান্ড প্রাকটিস করতে পারেন্। নিচে সি ডিরেক্টরীতে Ver কমান্ডের মাধ্যমে ডস ভার্শন দেখা যাচ্ছে এবং Dir কমান্ডের মাধ্যমে সি রুটের অধীনে যে সব ডিরেক্টরী ও ফাইল আছে তা দেখা যাচ্ছে। এখানে একটি ডিরেক্টরী ও ৬ টি ফাইল আছে। উল্লেখ্য ইহাতে সর্বোচ্চ আট ক্যরেক্টারর চেয়ে বড় ফাইলের নাম লেখা যায় না।
নিচে কতকগুলি প্রয়োজনীয় ডস কমান্ড ও তার ব্যবহার দেখানো হলো -
• C:\>FDISK = হার্ড ডিস্ককে পার্টিশন করার কমান্ড। পার্টিশন করার জন্য নিম্নলিখিত অপশন গুলি দেখা যাবে ।
1. Create DOS partition or Logical DOS Drive
2. Set active partition
3. Delete partition or Logical DOS Drive
4. Display partition information
5. Change current fixed disk drive
• C:\>FDISK/MBR D: = ডি ড্রাইভে বুট রেকর্ড ইনষ্টল করবে
• D:\>FORMAT C: = সি ড্রাইভকে ফরম্যাট করার আদেশ
• D:\>FORMAT C:/S= সি ড্রাইভকে ফরম্যাট করে সিস্টেম ফাইল ইনষ্টল করবে
• D:\>FORMAT C:/Q/S = সি ড্রাইভকে কুইক ফরম্যাট করে সিস্টেম ফাইল ইনষ্টল করবে
• C:\>MD pcbangla = Pcbangla নামে C: ড্রাইভে একটি ডিরেক্টরী তৈরী করবে
• C:\>REN pcbangla.txt mybangla.txt = pcbangla.txt নামের ফাইলকে mybangla.txt নামকরন করবে।
• D:\>DEL pcbangla.txt = pcbangla.txt নামক ফাইল ডিলিট করবে
• E:\>Deltree MyFile = MyFile নামক ফোল্ডার মুছে ফেলবে
• C:\>CD F: = F ড্রাইভে পরিবর্তন হবে
• C:\>MyFile>CD = MyFile ফোল্ডার থেকে সি ড্রাইভে পরিবর্তন হবে
• C:\>DIR = C: ড্রাইভে সব ফাইল ও ডিরেক্টরী খাড়াভাবে শো করবে
• C:\>DIR/W = C ড্রাইভে সব ফাইল ও ডিরেক্টরী পাশাপাশি শো করবে
• C:\>Cls = স্ক্রীন পরিস্কার করে কারসর প্রথম লাইনে যাবে।
ষ্টার্টআপ বা বুট ডিস্ক Startup disk
ইহা একটি ফ্লপি ডিস্ক যা আপনার কমপিউটারকে বুট আপ করতে সাহায্য করবে, যখন কোন কারনে হার্ড ডিস্ক কাজ না করে । হতে পারে তা উইন্ডোজের সিস্টেম ফাইল করাপ্ট হবার কারনে বা ভাইরাস আক্রমনের কারনে অথবা হার্ড ডিস্ক ক্রাশ করার কারনে। এই মুহুর্তে এই ডিস্কের সাহায্যে কমপিউটার বুট করে কমপিউটারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, তাই এর অপর নাম ইমারজেন্সি বুট ডিস্ক। এই ডিস্কের মধ্যে প্রয়োজনীয় তথ্য থাকে যার মাধ্যমে মেশিন বুট করা সম্ভব হয়। এছাড়া নতুন হার্ডডিস্ক ফরম্যাট ও পার্টিশন করতে এই ডিস্কের বিকল্প নাই।
আসলে ষ্টার্টআপ ডিস্ক ডস কমান্ড ভিত্তিক একটি ছোট অপারেটিং সিস্টেম, যা একটি ১.৪৪ মেগাবাইটের ফ্লপি ডিস্কের মধ্যে ধরে থাকে। সাধারনত: উইন্ডোজের পুর্বের কয়েকটি ভার্শনের সাথে (উইন্ডোজ ৯৫, ৯৮, এমই) ইহা বিল্ট ইন অবস্থায় থাকতো এবং অপারেটিং সিস্টেম ইনষ্টল করার সময় এই ডিস্ক তৈরী করার সুযোগ দিত। আপনি যদি এই ভার্শনগুলি ইনষ্টল করতে চান আর আপনার কাছে বুটেবল সিডি না থাকে তবে এর স্মরনাপন্ন না হয়ে উপায় নাই। কিন্তু উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী ভার্শনে এর উপর নির্ভরতা রাখা হয় নাই; তাই ইনষ্টল করার সময় আর এই ডিস্ক লাগবে না।
ষ্টার্টআপ ডিস্ক তৈরী করার উপায় –
ডস থেকে System File তৈরী করা - কোন চালু কম্পিউটার থেকে System disk তৈরী করার জন্য ফ্লপি ড্রাইভে একটি ডিস্ক ঢুকিয়ে দিন এবং কম্পিউটার রিষ্টার্ট করুন। স্ক্রীনে কার্সর দেখা মাত্র F8 বোতাম চাপুন । কিছু পরে ৬ টি অপশন বিশিষ্ট একটি মেনু দেখা যাবে।
Microsoft Windows 98 Startup Menu
1. Normal
2. Logged (Bootlog.txt)
3. Safe Mode
4. Step by step configuration
5. Command Prompt Only
6. Safe mode command prompt only
Enter a Choice 1
ডাউন এরো কি চেপে Safe mode সিলেক্ট করুন এবং ইন্টার চাপুন অথবা <5> বোতাম চাপুন। একটু পরে ডস মোডে C:\> প্রস্পট দেখা যাবে। C:\> প্রস্পটে CD DOS লিখে ইন্টার চাপুন এবং পরে C:\>Dos/Format A:/S লিখে ইন্টার চাপুন। অথবা শুধু C:/> Sys A: লিখুন। একটি মেসেজ দেখা যাবে , এখন
উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এ ষ্টার্টআপ ডিস্ক তৈরীর পদ্ধতি ভিন্ন। আমরা এখানে উইন্ডোজ ৯৮/এমই ও এক্সপি –তে ষ্টার্টআপ ডিস্ক তৈরী করার উপায় বর্ণনা করব।
ধাপ ১ – Start মেনু থেকে Settings তারপর Control Panel ক্লিক করুন।
খাপ ২ – Control Panel উইন্ডো থেকে Add/Remove programs আইকোনে ডাবল ক্লিক করুন।
ধাপ ৩- Add/Remove programs ডায়ালগ বক্স থেকে Startup Disk ট্যাবে ক্লিক করুন।
ধাপ ৪- Create Disk আইকোনে ক্লিক করুন।
ধাপ ৫ – এখন আপনি একটি ফরম্যাটেড ফ্লপি ডিস্ক ড্রাইভে ঢুকিয়ে দিন এবং ফ্লপি ডিস্ক ওভাররাইট হবার জন্য যে সতর্ক ডায়ালগ বক্স আসবে তার OK বাটনে ক্লিক করুন।
ধাপ ৬- অল্প সময়ের মধ্যে ডিস্ক রাইটিং শেষ হলে ডিস্কটি ফ্লপি ড্রাইভ থেকে বের করে নিন এরং রাইট প্রটেক্ট করে সাবধানে রাখুন।
উইন্ডোজ এক্সপি-তে ষ্টার্টআপ ডিস্ক তৈরী করতে নিম্ন বর্ণনা অনুসরন করুন। প্রকাশ থাকে যে উইন্ডোজ এক্সপি বুটেবল সিডিতে থাকে বলে ইনষ্টলের সময় ষ্টার্টআপ ডিস্ক-এর প্রয়োজন পড়েনা। এই সিডির মাধ্যমেই আপনি উইন্ডোজ ইনষ্টল/রিইনষ্টল করতে পারবেন এবং ট্রাবলসুটিং করতে পারবেন।
প্রথম ধাপ – প্রথমে একটি ফরম্যাটেড ফ্লপি ডিস্ক ড্রাইভে রাখুন।
দ্বিতীয় ধাপ – My Computer অপেন করুন। আপনার কমপিউটারের সব ড্রাইভ দেখা যাবে। এর মধ্যে A: ড্রাইভে রাইট ক্লিক করে Format অপশনে ক্লিক করুন।
তৃত্বীয় ধাপ – Format উইন্ডো থেকে Create an MS-DOS startup disk অপশন চেক করুন।
চতুর্থ ধাপ –শেষে Start বাটনে ক্লিক করুন।
কিভাবে ষ্টার্টআপ ডিস্ক ব্যবহার করবেন –
ধাপ ১- ডিস্কটি রাইট প্রটেক্টেড মোডে ফ্লপি ডিস্ক ড্রাইভে প্লেস করুন।
ধাপ ২- কমপিউটার ষ্টার্ট অথবা রিষ্টার্ট করার জন্য প্রয়োজনীয় বাটন চাপুন।
ধাপ ৩ – কমপিউটার বুটিং শুরু হলে Del বাটন চাপুন। আপনি বায়োসে ঢুকে Booting disk Priority অপশন থেকে Floppy disk অপশন সিলেক্ট করুন এবং Exit মেনু থেকে Save and Exit অপশন সিলেক্ট করে বায়োস থেকে বেরিয়ে আসুন।
ধাপ ৪- আপনার কমপিউটার ফ্লপি ডিস্ক থেকে বুট করবে এবং A:\> প্রম্পট প্রদর্শন করবে। এখন আপনি ডস কমান্ড ব্যবহার করে প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে পারবেন।
বুট ডিস্কে কি কি ফাইল বা কমান্ড থাকে ?
এই ডিস্কে যে সমস্ত ফাইল থাকে তার সবই উইন্ডোজ ৯৫, ৯৮/এমই– ভার্শনে C:\WINDOWS\COMMAND\EBD ফোল্ডারের মধ্যে অবস্থান করে। Startup disk এ নিম্ন লিখিত ফাইল সমুহ থাকেঃ- Extract.exe, Fdisk.exe, Findramd.exe, Format.com, drvspace.bin, command.com, Autoexec.bat, Setramd.bat, Aspi2dos.sys, Aspi4dos.sys, Aspi8dos.sys, Aspi8u2.sys, Aspicd.sys, Btcdrom.sys, Config.sys, Ebd.sys, Flashpt.sys, Himem.sys, IO.sys, Msdos.sys, Oakcdrom.sys, Ramdrive.sys, Readme.exe, Mscdex.exe, Sys.com । এর মধ্যে IO.sys , Msdos.sys, command.com হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ফাইল ।
Comments
Post a Comment