নতুন ট্যাবলেট বাজারে টুইনমসের

স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টি৭৮৩জিকিউ১ মডেলের নতুন ট্যাবলেট। 

অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর।


৭.৮৫ ইঞ্চি আইপিএস প্যানেলযুক্ত এই ট্যাবে রয়েছে 1gb ডিডিআরথ্রি র্যাম, 8 GB মেমোরি সুবিধা।


থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে টুইনমসের এই নতুন ট্যাবলেটটি। ওয়াইফাই, সিঙ্গেল সিম স্লট, এফএম রেডিও, বিল্ট ইন জিপিএস সুবিধার ট্যাবটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ট্যাবটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস। ট্যাবের দাম ১৪ হাজার ৫০০ টাকা।

মন্তব্যসমূহ