বিভিন্ন ধরনের রাউটারের খোজখবর

বিভিন্ন ধরনের রাউটারের খোজখবর

ইন্টারনেটের প্রসারের সাথে সাথে এখন নেটওয়ার্কিং পণ্য পরিণত হয়েছে সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন পণ্যে। নেটওয়ার্কিং পণ্য হিসেবে আবার রাউটারের চাহিদা সর্বাধিক। বর্তমানে বাজারে নানা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের রাউটার রয়েছে। এর মধ্যে তারবিহীন রাউটারও রয়েছে অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ডের। আমাদের দেশে বিভিন্ন প্রযুক্তি পণ্য আমদানীকারক প্রতিষ্ঠান এসব রাউটার বাজারজাত করে যাচ্ছে। বিভিন্ন ধরনের রাউটারগুলো থেকে বাছাইকৃত কিছু রাউটারের পরিচিতি তুলে ধরা হলো -


টিপি-লিংক ১৫০ এমবিপিএস ওয়্যারলেস ন্যানো রাউটার
নেটওয়ার্কিং পণ্য হিসেবে টিপি-লিংক উন্নতমানের বলেই স্বীকৃত। টিপি-লিংকের বিভিন্ন মডেলের রাউটারের মধ্যে রয়েছে ওয়্যারলেস ন্যানো রাউটার। আকারে অত্যন্ত ক্ষুদ্র এই ন্যানো রাউটারটিতে রয়েছে একটি ইথারনেট পোর্ট যাকে একইসাথে ল্যান অথবা ওয়্যান পোর্ট হিসেবে ব্যবহার করার সুবিধা রয়েছে। এটি ১৫০ এমবিপিএস পর্যন্ত গতি সমর্থন করে থাকে। যারা বিভিন্ন স্থানে বহন করার উপযোগী রাউটার খুঁজে থাকেন, তাদের জন্য অত্যন্ত উপযোগী এই রাউটারটি। কেবল একটি ওয়্যারলেস রাউটারই নয়, একে অ্যাকসেস পয়েন্ট, মিডিয়া ব্রিজ অথবা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও ব্যবহার করা যায়। এটি বাজারে নিয়ে এসেছে এক্সেল টেকনোলজিস। এর মূল্য রাখা হয়েছে ,২০০ টাকা।  ফোন :০১৭৩০০১৩০৪৭
এসএমসি ডব্লিউবিআর১৪এস-এন৫ ওয়্যারলেস রাউটার
এসএমসি ব্র্যান্ডের ডব্লিউবিআর১৪এস-এন৫ মডেলের ওয়্যারলেস ব্রডব্যান্ড রাউটার বাজারজাত করে গ্লোবাল ব্র্যান্ড। উচ্চগতির ক্যাবল বা এক্সডিএসএল ইন্টারনেট সংযোগ প্রদান এবং শেয়ার করতে এটি আদর্শ একটি রাউটার। মাল্টি-ফাংশনাল রাউটারটিতে রয়েছে -পোর্ট ১০/১০০ এমবিপিএস ল্যান সুইচ, উচ্চগতির ১৫০এমবিপিএস ১১এন অ্যাকসেস পয়েন্ট, ন্যাট ফায়ারওয়াল, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ২ প্রভৃতি। রাউটারটির মূল্য ,১০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১
সাইবারোম নেটজেনি
ইন্টারনেটের নানা অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে পিসিকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস, অ্যাপ্লিকেশন ফিল্টারিং ফায়রওয়্যালের সমন্বয়ে তৈরি করা হয়েছেসাইবারোম নেটজেনিনামের ওয়্যারলেস রাউটার। কম্পিউটার সোর্স বাজারজাতকৃত এই ওয়্যারলেস রাউটারের রয়েছে হোম এবং সোহো (SOHO) সংস্করণ, যেগুলো ঘরে এবং ছোট আকৃতির অফিসে ব্যবহারের জন্য উপযোগী। এসব রাউটারে ১টি ওয়্যান পোর্ট, ৪টি ল্যান পোর্ট এবং ১টি করে ইউএসবি পোর্ট রয়েছে। থ্রিজি রেডি এই রাউটারগুলো বাসা এবং অফিসে নিরাপদে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সক্ষম। হোম সোহো সংস্করণের রাউটারের মূল্য যথাক্রমে ১২,০০০ এবং ১৩,৫০০ টাকা। ফোন :০১৭৩০৩৩৬৭৫৬
বেলকিন ওয়্যারলেস ডুয়েল ব্যান্ড রাউটার
বেলকিনের রাউটারগুলোও বিশ্বব্যাপী যথেষ্ট জনপ্রিয়। তাদের এন৬০০ এন৭৫০ মডেলের ওয়্যারলেস ডুয়েল ব্যান্ড রাউটার দেশের বাজারে এনেছে স্পিড টেকনোলজি। রাউটারগুলো . গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করা যায় এবং ৩০০ থেকে ৪৫০ এমবিপিএস গতিতে কাজ করতে পারে। এন৬০০ রাউটারে ৪টি এন৭৫০ রাউটারে রয়েছে ৫টি ইন্টারনাল অ্যান্টেনা। আরও রয়েছে ইউএসবি পোর্ট গিগাবিট ইথারনেট পোর্ট। সাথে রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার। রয়েছে বছরের বিক্রয়োত্তর সেবা। রাউটার দুইটির মূল্য যথাক্রমে ,৫০০ এবং ১৪,৫০০ টাকা। ফোন :৯৬৭২২৩০-৩১, ০১৮১১৪২০৩০২

সিসকো ওয়্যারলেস রাউটার
নেটওয়ার্কিং পণ্য তৈরিতে বিশ্বব্যাপী অত্যন্ত পরিচিত জনপ্রিয় ব্র্যান্ডের নাম সিসকো। সিসকোর নানা ধরনের রাউটারের অনেকগুলোই বাজারে নিয়ে এসছে সাউথ বাংলা কম্পিউটার। এর মধ্যে উল্লেখযোগ্য একটি রাউটার হচ্ছে লিংকসিস ই৯০০ মডেলের ওয়্যারলেস এন৩০০ রাউটার। এটি ৩০০ এমবিপিএস পর্যন্ত উচ্চগতির ওয়্যারলেস তথ্য স্থানান্তর সমর্থন করে। এতে রয়েছে ১০/১০০ এমবিপিএস ইথারনেট পোর্ট এবং মিমো প্রযুক্তি সমর্থন। বাসাবাড়ির ছোট নেটওয়ার্কের জন্য উপযোগী এই ওয়্যারলেস রাউটার। মূল্য ,৫০০ টাকা। রয়েছে বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৭১৪০৯০০৩৭, ০১৭১৩৩১৫২৮৮
সিনেট ডব্লিউএনএইচআর-৫৩০০ ওয়্যারলেস রাউটার
যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কিং পণ্যের ব্র্যান্ডসিনেট বিশ্বব্যাপী উন্নতমানের পণ্য হিসেবে স্বীকৃত। তাদের রয়েছে ডব্লিউএনএইচআর-৫৩০০ মডেলের ওয়্যারলেস হোম রাউটার, যা আমাদের দেশে বিপনন করে স্মার্ট টেকনোলজিস এতে রয়েছে ৪টি ১০/১০০ এমবিপিএস অটো এমডিআই এক্স ল্যান পোর্ট এবং একটি ১০/১০০ এমবিপিএস ওয়্যান পোর্ট। এটি ক্যাবল, ডিএসএল, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, আইসিএনপি, এআরপি প্রভৃতি সমর্থন করে। উইন্ডোজ, লিনাক্স ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থিত এবং ডিবিআই অ্যান্টেনা সম্বলিত এই রাউটার ঘরের মধ্যে ৫০০ মিটার এবং বাইরে ১০০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে। রয়েছে ১৮ মাসের স্মার্ট ওয়্যারেন্টি। মূল্য ,৫০০ টাকা। ফোন :০১৭৩০৭০১৯১৩


মন্তব্যসমূহ